নতুনদের জন্য অনলাইনে বাংলা আর্টিকেল লিখে অর্থ উপার্জনের সহজ পদ্ধতি

Freelancing করে অনলাইনে অর্থ উপার্জন করার ইচ্ছে অনেকের মনেই কাজ করে। কিন্তু এই freelancing নিয়ে আছে অনলাইনে অনেক চটকদার বিজ্ঞাপন। হাজার বিজ্ঞাপনের ভিড়ে অনেক সময় ভুয়া বিজ্ঞাপনও প্রচারিত হয়। ফলে অনেকেই হয়ে যান বিভ্রান্ত। কোন বিজ্ঞাপনটি আসল আর কোন বিজ্ঞাপন নকল, তার বিশ্লেষণ নতুনদের জন্য করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তাই আমার আজকের লেখাটি বিভ্রান্তি দুরিকরনের জন্য সম্পুর্ন নুতনদের উদ্দেশ্যে লেখা। আশা করি আমার আজকের লেখাটি পড়ে কিছুটা হলেও যারা অনলাইনে freelance করে অর্থ উপার্জন করতে চান, অথচ নুতন তাদের জন্য একটি ভালো ধারণা জন্ম দিবে।

নতুনদের জন্য অনলাইনে বাংলা আর্টিকেল লিখে অর্থ উপার্জনের সহজ পদ্ধতি
নতুনদের জন্য অনলাইনে বাংলা আর্টিকেল লিখে অর্থ উপার্জনের সহজ পদ্ধতি


ইংরেজিতে Freelancing শব্দটি খুব ব্যাপক অর্থে ব্যাবহার হয়ে থাকে।


Affiliated Marketing 

অনেক ধরনের Freelancing করে আয়ের উৎস রয়েছে অনলাইনে। তার মধ্যে একটি এফিলিয়েটেড মার্কেটিং একটি। এফিলিয়েটেড মার্কেটিং মুলত একটি অনলাইনে অন্যের পন্য বিক্রি করে দেয়ার মত কাজ। মানে আপনি অন্য কোন ব্যাক্তি বা কোম্পানির পন্য অনলাইনে বিক্রির ব্যবস্থা করে দিলে, তারা আপনাকে একটি কমিশন দিয়ে থাকবে। আর প্রাপ্ত কমিশনই আপনার আয় হিসেবে গন্য হবে।


অনলাইনে পন্য বিক্রির আন্তর্জাতিক প্রতিষ্ঠান হলো Amazon. এই এমাজনের যে কোন পন্য আপনি যদি মিডিয়া হয়ে বিক্রির ব্যবস্থা করে দেন, তবে তারা ভালো একটা কমিশন দিয়ে থাকবে। তবে আমার আজকের আলোচনা সম্পুর্ন নুতনদের নিয়ে। তাই কঠিন কোন বিষয় আজকে অবতারণা করতে চাই না। Affiliated Marketing নতুনদের জন্য খুব সহজ নয়। 


Content Writing

আমার আজকের আলোচনার বিষয়বস্তু যেহেতু নতুনদের জন্য, তাই সহজ কিছু নিয়েই আলোচনা করতে চাই। হ্যাঁ, আপনি যদি অনলাইনে অর্থ উপার্জনে সহজ কোন টপিক চান, তবে আপনি জটিল কোন আইটেমে না গিয়ে কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে তা সহজেই করতে পারেন। 


কিভাবে শুরু করবো? 

অনলাইনে কন্টেন্ট লিখে অর্থ উপার্জন করতে চাইলে আপনার প্রথমেই প্রয়োজন হবে একটি কম্পিউটার, ল্যাপটপ কিংবা ভালো মানের একটি স্মার্ট ফোন। মনে করি আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপ নেই। আপনার আছে একটি ভালো স্মার্ট ফোন। অসুবিধা নেই। স্মার্ট ফোন দিয়েই আপনি শুরু করতে পারেন। 


কি করতে হবে? 

আপনাকে কন্টেন্ট লিখে অর্থ উপার্জন করতে হলে যে কোন একটা ব্লগের মাধ্যমে তা করতে হবে। প্রথমেই আপনি আপনার মোবাইল দিয়ে একটি blog খুলুন। নতুনদের জন্য সবচেয়ে ভালো blog sight হলো - bloggers.com/ blogspot.com . এই ব্লগে বিনামূল্যে আপনি ব্লগ খুলতে সক্ষম হবেন। এটা Google এর একটি সাইট। স্বার্বজনীন আর নির্ভরযোগ্য। এই ব্লগসাইটে ব্লগ খুলতে আপনার প্রয়োজন হবে শুধু মাত্র একটি জি-মেইল একাউন্ট থাকার। 


কি লিখতে হবে? 

আপনি ব্লগ খোলার পর সেই ব্লগে আর্টিকেল লিখবেন। যদি আপনার লেখালেখির অভ্যাস ভালো থাকে, তবে যে কোন বিষয়ের উপরই লিখতে পারেন। 


আপনি যে বিষয়ের উপর পুংখানুপুংখ ধারণা রাখেন, কেবলমাত্র সেই বিষয়ের উপরই লিখুন। তবে যাই লিখবেন তা সমজাতীয় বিষয়ের উপরই লিখবেন। লিখতে পারেন সমসাময়িক প্রসংগ, গল্প, কবিতা কিংবা গান।


ভালো আর্টিকেল কোনগুলো? 

আগেই বলেছি যে অনলাইনে কন্টেন্ট লিখে অর্থ উপার্জন করতে হলে আপনাকে যে কোন বিষয়ের উপর পুংখানুপুংখ ধারণা থাকতে হবে। অর্থাৎ আপনি যা লিখবেন, তা অবশ্যই জেনে বুঝে লিখবেন। গুছিয়ে লিখতে পারলে যে কোন বিষয়ের উপরই ভালো আর্টিকেল লিখা যায়। তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে, কোন বিষয়ের উপর কন্টেন্ট লিখলে পাঠক আকৃষ্ট করা যায়? সেই বিষয়গুলো নিয়ে লিখতে পারেন। 

ভালো আর্টিকেল বলতে উল্লেখযোগ্য কিছু নেই। তবে আপনি মোটামুটিভাবে নিম্নোক্ত আর্টিকেল গুলোর উপর বিশেষ খেয়াল রাখতে পারেন। 

১। মোবাইল প্রযুক্তি। 

২। কম্পিউটার নেটওয়ার্ক। 

৩। হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ম্যানেজমেন্ট। 

৪। ওয়্যারলেস কমিউনিকেশন। 

৫। গ্রাফিকস ডিজাইন, ইত্যাদি। 

উপরে উল্লিখিত বিষয় ছাড়াও আপনি আপনার ব্লগে অন্য যে কোন আইটেম নিয়ে লিখতে পারেন। 


ব্লগে কিভাবে লিখতে হয়? 

আপনি ব্লগে যে কোন আইটেমের উপর আপনার লেখা চালিয়ে যেতে পারেন। তবে ব্লগে আপনার লেখা আর্টিকেলের similarity থাকা দরকার। অর্থাৎ আপনি যদি আপনার ব্লগে একবার কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে কিছু লিখেন, তবে আপনার অন্যান্য লেখার আইটেমগুলোও হতে হবে কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে। 

আপনি যদি গ্রাফিকস ডিজাইন নিয়ে একবার লিখেন, তবে সবসময়ই আপনি গ্রাফিকস ডিজাইন নিয়ে লিখতে থাকবেন। 

আপনি যদি হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ম্যানেজমেন্ট নিয়ে লিখে থাকেন, তবে বারবারই আপনাকে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ম্যানেজমেন্ট নিয়েই লেখা চালিয়ে নিতে হবে। 

আপনি যদি মোবাইল প্রযুক্তি নিয়ে আর্টিকেল লিখার ইচ্ছে করেন, তবে লিখতে পারেন। কিন্তু সবসময়ই আপনাকে মোবাইল প্রযুক্তি নিয়ে লিখতে হবে। 

আশা করি এতক্ষণে কি বিষয়ে আর কি লিখতে হবে অনলাইন ব্লগে, তা বুঝতে পেরেছেন। 


কিভাবে কন্টেন্ট লিখে অর্থ উপার্জন করা যায়? 

ব্লগে আপনার মানসম্মত যে কোন আর্টিকেল লিখেই আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। তবে এই অর্থ উপার্জন করতে হলে আপনার থাকতে হবে সীমাহীন ধৈর্য আর একাগ্রতা। ব্লগে প্রায় প্রতিদিনই আপনার কন্টেন্ট রাইটিং চালিয়ে নিতে হবে। আর প্রথমেই আপনার ইনকামের চিন্তা বাদ দিতে হবে। লিখতে লিখতে পারদর্শী হলে, ইনকামকে আপনার খুঁজতে হবে না, বরং আপনাকেই ইনকাম খুঁজে নেবে! 


ইনকামের জন্য কি করা উচিৎ? 

ব্লগে আর্টিকেল লিখে অর্থ উপার্জন করতে হলে আপনাকে Google AdSense Approval নিতে হবে। Google AdSense Approval পেয়ে গেলে তারাই আপনার কন্টেন্ট রাইটিং থেকে অর্থ আহরন করে দেবে। আপনি ব্লগে রেজিষ্ট্রেশনের সময়ই Google AdSense Approval চেয়ে রাখুন। AdSense Approval পেতে একটু সময়ের প্রয়োজন হতে পারে। 


PayPal Account প্রয়োজন আছে কি? 

অবশ্যই। আপনি যদি অনলাইনে আর্টিকেল লিখে অর্থ উপার্জন করতে চান, তবে আপনার একটি PayPal Account প্রয়োজন হবে। এই PayPal Account এর মাধ্যমেই Google adsense আপনার ব্যাংক একাউন্টে আপনার অর্জিত অর্থ প্রেরণ করবে।