কিভাবে অনলাইনে বিনামূল্যে একটি ওয়েবসাইট তৈরি করবেন?
আজকের আয়োজনে আমরা সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন থেকে কিভাবে ওয়েবসাইট তৈরি করা যায় সে সম্পর্কে জানব। ফ্রিতে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করা যায় এবং তা কিভাবে অপারেট করা যায় তার সব কিছু জানবো আমরা এখানে।

তথ্যপ্রযুক্তির এই যুগে আমরা প্রতিনিয়তই কোন না কোন ওয়েবসাইট এর মাধ্যমে তথ্য সংগ্রহ করছি। আবার কেউ কেউ নিজের ব্যক্তিগত ওয়েবসাইট তৈরি করে নিজের তথ্যগুলো দুনিয়ার সামনে উপস্থাপন করছে। আপনার যদি কোন কোম্পানি অথবা সেবামূলক প্রতিষ্ঠান থেকে থাকে তবে নিচের তথ্যগুলো অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য ওয়েবসাইট থেকে সহজ মাধ্যম আর নেই। কিন্তু ওয়েবসাইট তৈরী করা অনেক সময় ব্যয় বহুল হয়ে পড়ে। ওই জন্য অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও ওয়েবসাইট তৈরি করতে পারে না।
কিভাবে তৈরি করবেন ওয়েবসাইট?
আপনার যদি কোন কোম্পানি থাকে কোন ব্লগিং সাইট অথবা কোনো সেবামূলক প্রতিষ্ঠান,আপনার মনে কখনও না কখনও একটি আশা জেগেছে যে আমি নিজস্ব একটি ওয়েবসাইট তৈরি করব। কারন ওয়েবসাইট আপনার তথ্যকে পৃথিবীর সামনে তুলে ধরার জন্য উপযুক্ত মাধ্যম। আবার অনেকে ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন মাধ্যমে টাকা আয় করে থাকে। কিন্তু ওয়েবসাইট তৈরি করা অনেকটা ব্যয়বহুল হয়ে যায় এবং কষ্টসাধ্য ব্যাপার তাই সকলে ওয়েবসাইট তৈরি করতে পারে না। সেক্ষেত্রে কোন ওয়েব ডেভেলপার কে চুক্তির মাধ্যমে নিয়োগ দিতে হয়।
এ ক্ষেত্রে অধিকাংশ সময় দেখা যায় ওয়েব ডেভলপার মনের মত ওয়েবসাইটটি তৈরি করে দিতে পারছে না। আবার অনেকেই শুধু নিছক শখের বশে ওয়েবসাইট তৈরি করতে চায়। আপনি যদি এমন কেউ হয়ে থাকেন তবে আজকের আয়োজন টি শুধুমাত্র আপনার জন্য। এখানে আমরা শিখব কোন প্রকার প্রোগ্রামিং সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা ছাড়া কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করা যায়। অর্থাৎ কোন প্রকার আই টিএমএল জ্ঞান ছাড়াই আপনি নিজেই একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং তা সম্পূর্ণ বিনামূল্যে। কি অবাক হচ্ছেন? আসলে ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা জানি যে ডোমেইন-হোষ্টিং ইত্যাদি ক্রয় করতে হয়। এবং প্রতি বছর সেগুলো কে ম্যানেজ করার জন্য অনেক অর্থ ব্যয় করতে হয়।
কিন্তু এমন কিছু প্ল্যাটফর্ম রয়েছে যা আপনাকে বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করার সুবিধা গুলো প্রদান করে থাকে। আজকে আমরা এমন একটি প্লাটফর্ম সম্পর্কে জানব যেখান থেকে আপনি একদম বিনামূল্যে এবং খুব সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কাজেই আপনি যদি কোন ছোট্ট কোম্পানি অথবা বিজনেস সেক্টর অথবা কোন ব্লগিং সাইট শুরু করে আয় করতে চান তাহলে সহজেই এখান থেকে আপনি ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন।
ওয়েবসাইট তৈরি করার মাধ্যম গুলোঃ
ইতিমধ্যে আমরা জেনেছি ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায়। প্রথমটি হচ্ছে ডোমেইন-হোস্টিং ক্রয় করে। এক্ষেত্রে আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন কিংবা আপনি নিজে কোন ওয়েব ডেভলপার কে চুক্তি দিয়ে সেই ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবং অপরটি হচ্ছে বিনামূল্যে। বিনামূল্যে ওয়েবসাইটটি তৈরি করার জন্য বিভিন্ন প্লাটফর্ম রয়েছে। যেমন Google Blogger,Google site,wix.com ইত্যাদি । তবে আপনি যে মাধ্যমেই ওয়েবসাইটটি তৈরি করুন না কেন আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনি কোন মাধ্যমে সাইটটির তৈরি করছেন। কারণ এখন অনেক প্লাটফর্ম রয়েছে যা প্রথমে কাস্টমারদের আকর্ষণ করার জন্য ফ্রি সার্ভিস দিয়ে থাকে। কিন্তু যখনই আপনার ওয়েবসাইটটি একটু বড় হওয়া শুরু করবে সেটি পপুলার হতে শুরু করবে তখনই তারা বিভিন্ন কাজের জন্য চার্জ আদায় করবে। কাজী সতর্ক থেকে প্লাটফর্ম গুলো নির্বাচন করা শ্রেয়
একটি ওয়েবসাইট তৈরি করতে কেমন খরচ হয়ঃ
আমি জানি এই বিষয়টি আজকের লেখার সাথে সাদৃশ্যপূর্ণ নয়। তারপরও পাঠকের বুঝবার জন্য আমি বলতে চাচ্ছি যে সাধারণভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে কি পরিমান খরচ হয়। আসলে ওয়েবসাইট তৈরির খরচ টি সম্পূর্ণভাবে নির্ভর করে আপনি কি ধরনের ওয়েবসাইট তৈরি করবেন তার উপর। কিন্তু সাধারণভাবে ওয়েবসাইট তৈরির জন্য প্রথমে আপনাকে একটি ডোমেইন কিনতে হয়।
এবং শুধুমাত্র প্রতিবছর সেই ডোমেইন এর চার্জ হিসেবে 500 থেকে 1500 টাকা দিতে হয়। অপরদিকে ওয়েবসাইটের প্রোগ্রামিং বা কনটেন্ট যত বেশি হবে তার ওপর নির্ভর করে হোস্টিং কিনতে হয়। হোস্টিং ক্রয় করার জন্য ডোমেইন এর মতই প্রতিবছর 4000 থেকে 5000 টাকা প্রদান করতে হয়। এছাড়া একজন ওয়েব ডেভেলপার কে হায়ার করার জন্য অনেক টাকা লেগে যায়। খুব সাধারন একটি ওয়েবসাইট তৈরি করাও কয়েক হাজার টাকার নিচে নয়। কাজেই বুঝতেই পারছেন ফ্রী ওয়েবসাইট তৈরি করতে পারাটা কত খরচ এর হাত থেকে আপনাকে বাঁচাবে। তাহলে চলুন জেনে নেই কিভাবে বিনামূল্যে একটিভেট সাইট তৈরি করবেন।
বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করবেন কিভাবেঃ
প্রথমেই বলে নিচ্ছি এ ধরনের ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে কোনরকম কোডিং বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর কাজ জানতে হবে না। কারণ এমন অনেক প্লাটফর্ম রয়েছে যা আপনাকে একটি তৈরি ক্ষেত্র দিবে যেখানে আপনি শুধুমাত্র ড্রাগ এবং ড্রপ এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। পূর্বেই আমি বলেছি এ ধরনের ওয়েবসাইট তৈরি করার জন্য অনেকগুলো এ প্লাটফর্ম রয়েছে।
তবে আজকের আয়োজনে আমি wix.com ব্যবহার করে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করার পদ্ধতি গুলো নিয়ে আলোচনা করব। বস্তুত যতগুলো প্লাটফর্ম ফ্রি ওয়েবসাইট তৈরিতে সাহায্য করে তার মধ্যে এই প্লাটফরমটি সবথেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে। সারা বিশ্বব্যাপী প্রায় 10 মিলিয়ন লোক এই প্লাটফর্ম ব্যবহার করে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পেরেছে। আমার এই প্লাটফরমটি পছন্দ করার পেছনে অনেক কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এর ওয়েব থিম গুলো। এখানে আমি wix.com ব্যবহার করে কিভাবে ওয়েবসাইট তৈরি করা যায় তা নিয়ে step-by-step আলোচনা করব।
প্রথম ধাপঃ
যেকোন ব্রাউজারে গিয়ে প্রথমেই সার্চ করুন wix.com। এরপর যখন এর হোম পেজে প্রবেশ করবেন সেখানে sign up নামে একটি অপশন থাকবে। এখানে আপনার ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করুন এবং নিজের অ্যাকাউন্ট তৈরি করুন।
দ্বিতীয় ধাপঃ
অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে সেখানে একটি অপশন আসবে যে আপনি কোন এডভাইজার এর সাজেশন নিতে চান নাকি নিজেই ওয়েবসাইট তৈরি করতে চান। নিচে করতে চাই এমন অপশনে ক্লিক করুন। এখানে আপনি দুইটি অপশন পাবেন একটি অটোমেটিক্যালি ওয়েবসাইট তৈরি করার অপশন এবং অপরটি নিজে কাস্টমাইজ করে তৈরি করার অপশন। নিজে কাস্টমাইজ করে তৈরি করতে চাইলে সেখানে ক্লিক করতে পারেন। আর যদি অটোমেটিক ক্রিয়েট অপশনে ক্লিক করেন তাহলে তারা নিজেরাই একটি ওয়েবসাইট তৈরি করে দেবে।
তৃতীয় ধাপঃ
এরপর আপনি বিভিন্ন থিম চেঞ্জ করে নিতে পারেন। এবং আপনার ওয়েবসাইটটি কেমন সাইট হবে সেই অনুযায়ী তাকে কাস্টমাইজ করে নিতে পারবেন।।
চতুর্থ ধাপঃ
ওয়েবসাইটি তৈরি করা হয়ে গেলে তা কনফার্ম করুন। ওয়েবসাইটে এখন সম্পুর্ন ব্যবহারের জন্য প্রস্তুত।
এভাবে খুব সহজেই আপনি একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন একদম ফ্রীতে। তাই আপনি যদি নতুন কিছু শুরু করার কথা চিন্তা করছেন তবে এখান থেকেই শুরু করতে পারেন।