ইউটিউবে যে ধরনের ভিডিওগুলো বানিয়ে অল্প সময়ে ধনী হতে পারেন
আপনি কি নতুন ইউটিউবার? বুঝতে পারছেন না কিভাবে আর কোন ভিডিও বানিয়ে উপার্জন করবেন? তাহলে আর দেরি না করে আজই দেখে নিন আমাদের এক্সক্লুসিভ পোস্ট আর জেনে নিন সবকিছু।

সত্য কথা সবসময়েই একটু তিতা শোনায়, আমাদের পড়াশোনা, শিক্ষা, জ্ঞান সবকিছু আমরা যতটা না শেখার জন্য অর্জন করি, তার চেয়ে বেশী এগুলো অর্জন করি অর্থ আয়ের জন্য। আমরা মূলত সেই জ্ঞান অর্জন করতে চাই, পেশাগত জীবনে যা কাজে আসবে। বর্তমানে যে সাবজেক্ট নিয়ে পড়লে ভাল চাকরির সুযোগ রয়েছে এবং আয়ের সুযোগ বেশী এমন সাবজেক্ট নিয়েই আমরা পড়তে আগ্রহী।
সাবজেক্ট হিসেবে যত ভালই হোক তাতে আয়ের সুযোগ না থাকলে তা নিয়ে আমরা কেউ পড়তে আগ্রহী হইনা। আর পড়ে ফেললেও নিজেদের ক্যারিয়ার হিসেবে আমরা সহজে আয়ের মাধ্যমকেই বেছে নেই। বস্তুত বেচে থাকতে হলে আর নিজের সব স্বপ্ন পূরনে টাকার কোন বিকল্প নেই।
এখন এত কিছুর অবতারনার উদ্দেশ্য হচ্ছে এমন একটি পেশা সম্পর্কে আলোচনা করা যা দ্বারা খুব দ্রুত বিখ্যাত যেমন হওয়া সম্ভব, তেমনি টাকা রোজগার করাও সম্ভব। বর্তমানে প্রযুক্তি আমাদের হাতের মুঠোয়। স্মার্টফোন আর ইন্টারনেট সংযোগ নেই এমন ছেলেমেয়ে পাওয়া দুস্কর।
তাই ইউটিউব সম্পর্কে জানে না এমন মানুষ মেলা ভার। ইউটিউবে চ্যানেল খোলাও খুবই সহজ। যে কেউই সহজে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। এর জন্য জিমেইল একাউন্ট থাকতে হবে। চ্যানেল খোলার পর ভিউয়ার আকর্ষন করে এমন একটি অব্যবহৃত চ্যানেল নাম দিন। যাতে তা সবার নজর কাড়ে। চ্যানেলের নামের উপরও ভিউ নির্ভর করে। এরপর শুরু হবে কন্টেন্ট সিলেক্ট। আপনার স্বপ্ন যদি হয় ইউটিউবার হওয়া এবং অল্প সময়ে ধনী হওয়া তাহলে অল্প সময়ের প্রস্তুতিতেই একটি চ্যানেল খুলতে পারেন।
তবে শখের বশে চ্যানেল খোলা আর ধনী হওয়ার স্বপ্ন নিয়ে ইউটিউবিং করা দুইটা আলাদা বিষয়। শখের বশে ভিডিও মেকিং এ ভিউ গোনাটা হবে শো অফ। কিন্তু সিরিয়াসলি এটাকে পেশা হিসেবে নিয়ে এটা থেকে অনেক টাকা রোজগার করতে চাইলে বেশ কিছু টিপস আপনাকে অনুসরন করতে হবে। আমাদের আজকের আয়োজন সাজানো হয়েছে এরকম কিছু টিপস নিয়ে। চলুন প্রিয় পাঠক, আর দেরী না করে মূল আলোচনায় যাওয়া যাক।
আরও পড়ুনঃ সার্ভের কাজ করে কিভাবে মাসে ১০০০০-১৫০০০ টাকা আয় করবেন
ইউটিউবে যে ধরনের ভিডিওগুলো বানিয়ে অল্প সময়ে ধনী হতে পারেন:
১. হাস্যরসকে প্রাধান্য দিন
ইন্টারনেটে আমরা যতটা না শিক্ষামূলক বিষয় দেখতে চাই তারচেয়ে বেশী বিনোদিত হতে চাই। শুনতে একটু অন্যরকম লাগলেও এটাই সত্য। তাই কন্টেন্ট এ হাসি-তামাশা রাখুন। তবে অশ্লীলতা পরিহার করুন। বেশীরভাগ ইউটিউবার এই কাজটি করে থাকেন।
কিন্তু এটা সাময়িক ভিউ বাড়ালেও আপনার চ্যানেলটি নিম্নরুচির বলেই পরিচিত হবে। আর সামাজিকভাবে কখনো অশ্লীলতা জনপ্রিয় হয়না। কিন্তু নির্দোষ হাসি-তামাশা সবার কাছেই প্রিয়, সবাই দিন শেষে হাসতে ভালবাসে, নিজেদের দুঃখ কষ্ট সাময়িকভাবে ভুলে থাকতে চায়।
তাই এই বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিন। আপনার কন্টেন্ট সিলেকশন ভাল হলে আর হাসি-তামাশায় ভরপুর হলে প্রচুর ভিউ আসা সময়ের ব্যাপার মাত্র।
আরও পড়ুন: অনলাইন নিউজ পোর্টালে লিখুন আর উপার্জন করুন বাড়িতে বসেই
২. রোস্টার ভিডিও প্রস্তুত করুন
বর্তমানে রোস্টার ভিডিও সবচেয়ে বেশী জনপ্রিয়। মূলত কারো কোন কর্মকান্ড নিয়ে সমালোচনা করা বা তার ভুল ধরিয়ে দিয়ে কিছু তামাশা করাই রোস্টার ভিডিওর উদ্দেশ্য। কারো কোন কর্মকান্ড যদি সমাজের জন্য ক্ষতিকর বলে মনে করেন তাহলে সেটা ধরিয়ে দেওয়ার জন্য শুধুমাত্র তার সেই কর্মকান্ডকে শুধরে দিতে রোস্ট করতে পারেন।
ব্যক্তিগত আক্রমন বা অশ্লীল ভাষা প্রয়োগ করলে পরবর্তীতে আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন। কোন বিখ্যাত ব্যক্তির সিনেমা বা কোন আপ্লোড করা ভিডিওর অংশবিশেষ ব্যবহার করতে তাদের অনুমতিও প্রয়োজন হতে পারে। তবে যেটাই হোক, বর্তমানে ভিউ পাওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে রোস্টার ভিডিও।
৩. জনপ্রিয় সাম্প্রতিক ইস্যু
ইউটিউবে ভিডিও বানাতে হলে আপনাকে জনপ্রিয় ঘটনা সম্পর্কে ধারনা রাখতে হবে। বিশ্বে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা যা সার্চ লিস্টের শুরুতেই রয়েছে তা নিয়ে তথ্য সংগ্রহ করে ভিডিও বানাতে হবে। যেমন সেটা হতে পারে রাজনৈতিক কোন নেতার ভাষন, কোন বিখ্যাত ব্যক্তির কোন উক্তি বা ভাইরাল হওয়া ঘটনা, কোন দুর্ঘটনা বা আন্দোলন ইস্যু।
বস্তুত আপনাকে ভিডিও বানাতে গেলে সেসব বিষয়েই নজর দিতে হবে যা ভিউয়াররা খুজছে, বা দেখতে চাইছে। এজন্য নিয়মিত কিওয়ার্ড রিসার্চ করতে হবে। জানতে হবে সাম্প্রতিক ঘটনা ও মানুষের আগ্রহের বিষয় সম্পর্কে।
আরও পড়ুন: অনুবাদ করেই মাসে উপার্জন করুন ১৫০০০-২০০০০ টাকা, দেখুন কিভাবে
৪. শিক্ষামূলক ভিডিও
মানুষ যে শুধুই বিনোদিত হতে ইউটিউব দেখে তা নয়, অনেকেই বিভিন্ন বিষয় জানতে ও শিখতে ইউটিউবকে মাধ্যম হিসেবে ব্যবহার করে। এখন তো বিভিন্ন অনলাইন কোর্সও ইউটিউবের মাধ্যমে করানো হচ্ছে। আপনি যদি শিক্ষামূলক ভিডিও আপলোড করতে চান তাহলে আপনাকে জানতে হবে, কোন বিষয় জানার ব্যাপারে মানুষের আগ্রহ রয়েছে।
যেমন সহজে ইংরেজি শেখার ব্যাপারে মানুষের প্রচুর আগ্রহ। কারন বিশ্বজুড়ে ইংরেজি অফিসিয়াল ভাষা। এরকম মেকআপ টিউটোরিয়াল, আত্নরক্ষার টিউটোরিয়াল, ফিটনেস টিউটোরিয়াল আপলোড করতে পারেন। আপনার কন্টেন্ট ভাল হলে সঠিকভাবে প্রচারনা করলে খুব দ্রুতই প্রচুর ভিউ পাবেন।
৫. রিভিউ ভিডিও বানান
যেকোন ধরনের মুভি, সিরিয়াল, কার্টুন, গান বা যেকোন কিছু দেখার আগে আমরা তার রিভিউ চাই। রিভিউ দেখে যদি আমাদের পছন্দ হয় তবেই মূল ভিডিও দেখতে আগ্রহী হই। বর্তমানে বেশীরভাগ মানুষই আগে রিভিউ দেখে পরে মূল ভিডিও দেখেন।
তাই জনপ্রিয় ভিডিওসমূহের রিভিউ দিয়ে ভিডিও আপলোড করতে পারেন। কোন ভিডিওটি ভাল লাগবে কোনটি দেখে বিরক্ত হতে পারে সবাই, এ ধরনের মন্তব্য করতে পারেন। এতে নিঃসন্দেহে প্রচুর ভিউ আসবে, যা প্রচুর টাকা রোজগার করতে সাহায্য করবে।
৬. ব্যতিক্রমী প্রতিভা
ইউটিউবে অনেকের অনেক ব্যতিক্রমী প্রতিভা মানুষের নজর কেড়েছে। আর সেটা যে কি হতে পারে তা নিয়ে কোন নির্দিষ্ট সংজ্ঞা নেই। তবে ইউটিউবে ভিডিও আপলোডের ক্ষেত্রে কিছুই আপনার অযোগ্যতা নয়। উন্মাদ নৃত্য থেকে হেড়ে গলার গান, পাগলের প্রলাপ থেকে রাস্তায় গড়াগড়ি যাওয়া, পশুপাখির নানা রকম মজার কর্মকান্ড, কাউকে অনুকরন করা, গানের সাথে লিপসিং করা, যেকোন কিছুকেই কন্টেন্ট হিসেবে নিতে পারেন।
দর্শকের কাছে মজাদার, আকর্ষনীয় মনে হলে এসব ভিডিও প্রচুর ভিউ পায়। তবে শর্ত একটাই কন্টেন্ট ব্যক্তিক্রমী হতে হবে। তবে ভিউ পেতে চরম পাগলামী না করাই ভাল। এতে সাময়িকভাবে ভিউ পেলেও পরবর্তীতে চ্যানেলটি টিকিয়ে রাখা একটি চ্যালেঞ্জ হয়ে দাড়াবে।
আরও পড়ুন: নার্সারী প্রস্তুত করেই করুন প্রচুর উপার্জন: দেখে নিন কিভাবে
উপসংহার
ইউটিউবে চ্যানেল সংখ্যা প্রচুর। কিন্তু তার ভিউ এবং সাবস্ক্রাইবার নেই। তাই যদি ভিউ এবং সাবস্ক্রাইবার দ্রুত পেতে চান উপরিউক্ত ক্যাটাগরির ভিডিও বানিয়ে আপলোড করতে পারেন। এগুলো মানুষ এত পছন্দ করে যে তারা এ ধরনের ভিডিও পেলেই ভিউ করে।
এ ধরনের ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে, যা দ্বারা সহজেই প্রচুর আয় করা সম্ভব। ভিউ বেশী হলে ভিডিওতে অ্যাডও পাবেন, যা দিয়ে বাড়তি রোজগার করতে পারবেন। সবাই ভিউ পায় না কারন, তারা ভিডিওর ধরনগুলো নিয়ে মাথা ঘামায় না। তারা নিজেদের মত ভিডিও আপলোড করে যা সকলের নজর কাড়তে ব্যর্থ হয়।
দ্রুত ভিউ পেতে ও ধনী হতে আশা করি পোস্টটি আপনাদের উপকারে আসবে। এ বিষয়ে বিস্তারিত জানতে বা কোন মতামত দেওয়ার থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা আপনার মতামত গুরুত্বসহকারে নিয়ে অবশ্যই দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মত এখানেই শেষ করছি।
ধন্যবাদ সবাইকে।