অন-পেজ এসইওঃ এটি কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ

অনপেজ এসইও বা অনপেজ এসইও অপটিমাইজেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগের ট্রাফিক বৃদ্ধি করতে পারেন। আজকের আয়োজনে থাকছে এই অনপেজ এসইও সম্পর্কে বিস্তারিত আলোচনা। অন পেজ এসইও কি এবং কেন এটি ওয়েবসাইট বা ব্লগের জন্য এতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় জানবো আজকের আলোচনায়।

অন-পেজ এসইওঃ এটি কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ
অন-পেজ এসইও


কোন ব্লগে বা ওয়েবসাইটের ট্রাফিক আনার জন্য অনপেজ এসইও একটি চমৎকার ব্যবস্থা। এই প্রক্রিয়াটি একটি ওয়েবসাইট বা ব্লগকে অনেক বেশি এসইও ফ্রেন্ডলি করে তোলে যার মাধ্যমে সার্চ ইঞ্জিনগুলো আপনার ওয়েবসাইট বা ব্লগকে সার্চের প্রথম পাতায় দেখাতে সক্ষম হয়। আজকের আয়োজনে আমরা জানবো এই অন পেজ এসইও মূলত কি এবং কেন এটি একটি ওয়েবসাইট বা ব্লগের জন্য এত গুরুত্বপূর্ণ। 



অন পেজ এসইও কি? 

আমরা হয়তো এসইও সম্পর্কে সবাই শুনেছি। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যা একটি ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিনের শীর্ষে  আনতে সাহায্য করে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন  বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন টেকনিকেল এসইও, কনটেন্ট এসইও, অর্গানিক এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও ইত্যাদি। তবে মোটামুটি এসইও কে অন পেজ এবং অফ পেজ ইস দুটি ক্ষেত্রেই ভাগ করা হয়। অন্যান্য এসইও গুলো সাধারনত এই দুটি এসইওর অংশ হিসেবে কাজ করে। অফ পেজ এসইও কি বা কিভাবে কাজ করে সেই সম্পর্কে অন্য একদিন বিস্তারিত আলোচনা করব আজকে আলোচনা করছি অনপেজ এসইও নিয়ে।


অনপেজ এসইও হচ্ছে ওই ধরনের এসইও প্রক্রিয়া যা একটি ওয়েবসাইটের অভ্যন্তরে করা হয়ে থাকে। অর্থাৎ এই ধরনের এসইও করার জন্য ওয়েবসাইট এর বাহিরে যেতে হয়না। ওয়েবসাইট বা ব্লগের মধ্যে কিছু টেকনিক এর মাধ্যমে এ ধরনের এসইও করা হয়। একটি ওয়েবসাইটের জন্য অনপেজ এসইও অনেক গুরুত্ব বহন করে। কারণ এটি একটি ওয়েবসাইটকে গুগল বা যেকোন সার্চ ইঞ্জিনের শেষে নিয়ে আসতে সাহায্য করে। 



কেন গুরুত্বপূর্ণ অনপেজ এসইও? 

একটি ওয়েবসাইট বা ব্লগের ট্রাফিক আনার জন্য অনপেজ এসইও অনেক গুরুত্বপূর্ণ। আপনি একটি ওয়েবসাইটকে যতই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকেন বা এর বাহিরে যতই এসইও করে থাকেন না কেন একটি ওয়েবসাইটের জন্য অনপেজ এসইও সবথেকে বেশি কার্যকরী। তবে অনপেজ এসইও এর ক্ষেত্রে কখনোই একটি নির্দিষ্ট ব্লগে করলে হয়না। এর জন্য আপনার প্রতিটি কনটেন্ট এসইও করা প্রয়োজন।


এই প্রক্রিয়ায় গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো আপনার ওয়েবসাইট বা ব্লগ সম্পর্কে পর্যাপ্ত তথ্য পেয়ে থাকে যা আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সার্চ তালিকার প্রথম পাতায় নিয়ে আসতে সাহায্য করে। অনপেজ এসইও আপনার সাইটের অর্গানিক ট্রাফিক বৃদ্ধিতেও কাজ করে। অনপেজ এসইও কিভাবে কাজ করে এবং কীভাবে এটি আপনার ওয়েবসাইটের জন্য ট্রাফিক আনে এ পর্যায়ে আমরা জানব। 



ফোকাস কিওয়ার্ড সম্পর্কে ধারণা 

অনপেজ এসইও এর একটি বিরাট অংশজুড়ে রয়েছে ফোকাস কিওয়র্ড এর ব্যবহার। অর্থাৎ যে সকল কি ওয়ার্ড গুলো আপনি আপনার ওয়েব সাইটে ব্যবহার করেছেন সেই সকল কিওয়ার্ড গুলো আপনি ব্লগে ব্যবহার করবেন। এতে করে আপনার ব্লগ বা ওয়েব সাইটটি অনেক বেশি এসইও ফ্রেন্ডলি হবে। এই ধরনের অনপেজ এসইও তে গুগোল আপনার ওয়েবসাইট সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবে এবং সেক্ষেত্রে সার্চকৃত ব্যক্তির রেজাল্ট হিসেবে আপনার ওয়েবসাইটটি দেখানোর চেষ্টা করবে।


তবে এ ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে ফোকাসড কিওয়ার্ডের ব্যবহার যেন অতিরিক্ত না হয়। এধরনের অবস্থাকে বলা হয় অভার লোডেড কিওয়ার্ড। কারণ আপনার ওয়েবসাইট বা ব্লগে যদি এ ধরনের ফোকাস কিওয়ার্ড এর সংখ্যা অতিরিক্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সাইটে এক মাসের জন্য ট্রাফিক আসলেও দীর্ঘমেয়াদী ট্রাফিক আসবে না। 



ছবির ক্ষেত্রে alt tag ব্যবহারে অনপেজ এসইও 

বস্তুত আপনি যে ধরনের ছবি আপনার ওয়েবসাইট বা ব্লগে ব্যবহার করেন গুগল তা বুঝতে পারেনা। আর তখনই প্রয়োজন পড়ে alt tag নামক অনপেজ এসইও। এ প্রক্রিয়ায় আপনি যে ধরনের ছবি ব্যবহার করেন তার একটি বর্ণনা কিওয়ার্ড এর উপর ভিত্তি করে প্রদান করতে হয়। যার মাধ্যমে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন আপনার ছবি সম্পর্কে জানতে পারি এবং এতে করে আপনার ব্লগ বা ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি পায়। 





লোডিং টাইম নির্ধারণে অনপেজ এসইও 

একটি ওয়েবসাইটের লোডিং টাইম অন পেজ এসইও এর অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ একটি ওয়েবসাইটের লোডিং টাইম কত হওয়া উচিত বা কিভাবে কন্ট্রোল করা যায় এই সকল বিষয় দেখে থাকে অনপেজ এসইও। আর নিশ্চয় ইতিমধ্যে আপনি জানেন যে আপনার ওয়েবসাইটের লোডিং টাইম যদি বৃদ্ধি পায় সে ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের ট্রাফিক কমতে শুরু করে। একটি যেকোনো ধরনের ওয়েবসাইট বা ব্লগের জন্য স্ট্যান্ডার লোডিং টাইম হচ্ছে তিন সেকেন্ড। যখনই আপনার ওয়েবসাইট বা ব্লগের লোডিং টাইম এর অতিরিক্ত হবে তখনই প্রয়োজন পড়বে এসইওর। আপনার ওয়েবসাইটের ব্যবহৃত থিম বা ছবি ইত্যাদির মাধ্যমে লোডিং টাইম বৃদ্ধি পায় কাজেই লোডিং টাইম কমাতে ছবি ও থিম ব্যবহারে সতর্ক থাকুন। 



ইন্টার লিংকিং এর মাধ্যমে ট্রাফিক বৃদ্ধি

অনপেজ এসইও ইন্টারলিংক ব্যবস্থা একটি ওয়েবসাইট বা ব্লগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে আপনি আপনার একটি ব্লগে অন্যান্য ব্লগের লিঙ্কগুলো শেয়ার করে থাকবেন। এর মাধ্যমে যখন একজন ইন্টারনেট ব্যবহারকারী আপনার একটি ব্লগ পড়তে আসবে তখন ওই সম্পর্কিত আপনার অন্যান্য ব্লগ সম্পর্কে জানবে এবং আগ্রহী হয়ে উঠবে। এতে করে আপনার একটিমাত্র ব্লগের মাধ্যমে অন্যান্য ব্লগের জন্য ট্রাফিক তৈরি হবে। এছাড়া ইন্টার রেংকিং ব্যবস্থায় গুগল সার্চ ইঞ্জিনে আপনার রেংকিং ভালো হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। 



চমৎকার ও পাঠোপযোগী কনটেন্ট

অনপেজ এসইও আরেকটি যে বিষয়ে আপনার ওয়েবসাইট বা ব্লগের ট্রাফিক আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে তা হচ্ছে আপনার কনটেন্ট এর মান। অর্থাৎ অনপেজ এসইও সবসময় কনটেন্ট এর মান কেমন তার উপর জোর দেয়। আপনার কন্টেন্টটি যদি চমৎকার এবং আকর্ষনীয় হয়ে থাকে সে ক্ষেত্রে আপনি অটোমেটিক্যালি ট্রাফিক পেতে শুরু করবেন। যাতে করে আপনার ওয়েবসাইট বা ব্লগ টির গুগল সার্চ পাতার প্রথমে আসার সম্ভাবনা তৈরি হবে। 



মূলত আপনার ওয়েবসাইটে অনপেজ এসইও যত স্ট্রং হবে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইট বা ব্লগকে ততবেশি সাপোর্ট করবে। আপনার অনপেজ এসইও এর উপর ভিত্তি করে গুগোল এটা মনে করে যে আপনার ওয়েবসাইট কতটুকু অথেন্টিক। এছাড়া অনপেজ এসইও বিভিন্ন প্রক্রিয়ায় আপনার ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধিতে সহায়তা করে। তাই একটি ওয়েবসাইট বা ব্লগের জন্য অন-পেজ এসইও শুধু গুরুত্বপূর্ণ নয় বরং অত্যাবশ্যকীয়।